মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঝিমিয়ে পড়েছে চট্টগ্রাম বিএনপি

পদবঞ্চিত ত্যাগী নেতা-কর্মীরা, সম্মেলন হয়নি অনেক উপজেলায়

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

ঝিমিয়ে পড়েছে চট্টগ্রাম বিএনপি

অন্তঃকোন্দল ও বিবাদে জড়িয়ে ধুঁকছে বিএনপির দুই গুরুত্বপূর্ণ ইউনিট চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপি। এই দুই ইউনিটের নেতারা দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় ‘গুরুত্বপূর্ণ’ সময়ে এসেও দলীয় কর্মসূচি পালনে বার বার হোঁচট খাচ্ছে। ফলে একপ্রকার ঝিমিয়ে পড়েছে গুরুত্বপূর্ণ ইউনিটের কার্যক্রম।

দুই সাংগঠনিক ইউনিটের কোন্দল ও কর্মসূচি পালনে ব্যর্থতা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তবে নাম প্রকাশ না করার শর্তে দলের এক সিনিয়র নেতা বলেন, ‘মাইম্যান নীতি অনুসরণ করতে গিয়ে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’তে তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের পদবঞ্চিত করা হয়েছে। ফলে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। তাই দলীয় কর্মসূচি সফল করতে ব্যর্থ হচ্ছে। জানা যায়, প্রায় এক দশক ধরে আহ্বায়ক কমিটির ওপর ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। কারাবন্দি দলের কেন্দ্রীয় যুুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী ছয় বছর উত্তর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ওই আহ্বায়ক কমিটি ভেঙে আবারও ২০২০ সালের ডিসেম্বরে গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে কমিটি করা হয়। জেলার আওতাধীন ইউনিট কমিটি গঠন করলেও পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হয়েছে দলটির নেতারা। উপজেলা এবং পৌরসভার কিছু কমিটি গঠন করা হলেও তাতে বাদ দেওয়ার অভিযোগ রয়েছে ত্যাগী নেতা কর্মীদের। দলীয় কার্যক্রম গতিশীল করতে বার বার নেতৃত্ব বদল করলেও উল্টো ঝিমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। ফলে দলীয় কর্মসূচি সফলভাবে করতে ব্যর্থ হচ্ছে উত্তরের বিভিন্ন ইউনিট। অপরদিকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অর্ধেকের বেশি সদস্য দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়। উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি হলেও এখনো কোনো উপজেলায় সম্মেলন করতে পারেনি। অনেক উপজেলায় এখনো হয়নি ইউনিয়ন কমিটিও। প্রতিটি উপজেলায় দুই থেকে তিনটি গ্রুপ সক্রিয়। এর মধ্যে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা গঠিত হলেও এখনো কমিটি দিতে পারেনি নেতারা। ছয় ইউনিয়ন নিয়ে কমিটি এ ইউনিটের পদ পেতে মরিয়া নেতারা। আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনকে দল থেকে বহিষ্কার করা হলেও এখনো স্থলাভিষিক্ত করা হয়নি কাউকে। ফলে আহ্বায়ক কমিটি এখন তিনটি গ্রুপে বিভক্ত হয়ে কর্মসূচি পালন করছে। মূলত পদের জন্য নেতারা দৌড়ালেও দলীয় কর্মকান্ডে সক্রিয় নেই। এর আগে উপজেলা কমিটি গঠনে আর্থিক লেনদেন, ত্যাগীদের বাদ দেওয়াসহ নানা অভিযোগ তুলেছিল দলটির নেতারা। এরই মধ্যে নতুন করে মেরুকরণ সৃষ্টি হয়েছে দক্ষিণ চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে। এক দশকের বেশি সময় ধরে দলীয় কর্মকান্ড থেকে নিষ্ক্রিয় থাকা দলটির সাবেক এমপি নির্বাহী কমিটির সদস্য গাজী শাহজাহান জুয়েল সক্রিয় হওয়ার মাধ্যমে। গত শনিবার বিএনপির বহিষ্কৃত, নিষ্ক্রিয় শতাধিক নেতার সঙ্গে বৈঠক করার মাধ্যমে এ মেরুকরণ প্রকাশ্যে এসেছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর