মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

খুলনায় ভাঙন আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ভাঙন আতঙ্ক

খুলনার কয়রা গ্রামে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। গতকাল কপোতাক্ষ নদে প্রবল পানির স্রোতে পাউবো বাঁধের ১৩-১৪/২ নম্বর পোল্ডারের প্রায় ২০০ মিটার ধসে যায়।

ভাঙন হুমকিতে রয়েছে বাঁধসংলগ্ন ২ নম্বর কয়রা, গোবরা, ঘাটাখালী, হরিণখোলা, মদিনাবাদ গ্রামের ১০ হাজার মানুষ। বাঁধ মেরামতে দ্রুত ব্যবস্থা না নিলে ২ হাজার একর আমনের খেতসহ অসংখ্য মাছের ঘের ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে গ্রামের কপোতাক্ষ নদের বেড়িবাঁধে হঠাৎ ফাটল ও ধস দেখা দেয়।

রাতেই বাঁধ রক্ষায় মাটির কাজ করেন গ্রামবাসী। তবে গতকাল পাউবোর ৫ শতাধিক জিওব্যাগ ও বড় মাটির খন্ড নিয়ে বাঁধের ২০০ মিটার অংশ মুহূর্তে নদীতে বিলীন হয়ে যায়। ধসে যাওয়া স্থান সংস্কারের চেষ্টা করছেন বাসিন্দারা।

কয়রা সদর ইউপি সদস্য আবুল কালাম শেখ জানান, এর আগে ঘূর্ণিঝড় আম্পানে বাঁধের ওই স্থানে ধস নেমেছিল। ওই সময় পাউবো বাঁধ মেরামতের উদ্যোগ নেয়। দুই বছর না যেতেই বাঁধটি ভাঙনের মুখে পড়ল।

খুলনা পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মুহম্মদ জসীম উদ্দিন বলেন, ‘দুই বছর আগে বেড়িবাঁধটি জাইকার অর্থায়নে নির্মাণ করা হয়েছিল। এটি তখন সাতক্ষীরা পাউবোর অধীনে ছিল। বর্তমানে এটি আমাদের দায়িত্বে এসেছে। দ্রুত সময়ের মধ্যে ভাঙন কবলিত বাঁধ সংস্কার করা হবে।’

 

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর