মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভবিষ্যৎ মাথায় রেখে নিজেদের প্রস্তুত করতে হবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভবিষ্যৎ মাথায় রেখে নিজেদের প্রস্তুত করতে হবে : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যৎ প্রযুক্তি ও রণকৌশল মাথায় রেখে নিজেদের প্রস্তুত করতে হবে। সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সৈনিক জীবন একটা চ্যালেঞ্জিং পেশা। স্বাধীনতার জন্য যারা কাজ করেছে তাদের ভুললে চলবে না। তাদের আত্মত্যাগের যথাযথ সম্মান দিতে হবে, যাতে   ভবিষ্যৎ প্রজন্ম উৎসাহিত হয়। গতকাল দুপুরে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ‘সেনানীড়’ স্টেশন অফিসার্স মেস-বি, ডিভিশন সুইমিং পুল, গ্যারিসন মসজিদ-৩ এবং ডিভিশন মডেল রুম’ উদ্বোধনী অনুষ্ঠানে সৈনিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এ সময় সপ্তম পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, সেনাসদর বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, জুনিয়র কমিশনড অফিসার, অন্যান্য পদবির সৈনিক এবং বেসামরিক কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। 

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল ও পটুয়াখালী জেলার মধ্যবর্তী পায়রা নদীতীরে লেবুখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন করেন। এটি দেশের ৩১তম সেনানিবাস।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর