মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডিজিটাল আইনের মামলায় জামিন সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় জামিন পেয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন নামে লোহাগাড়ার সাংবাদিক। তিনি চট্টগ্রামভিত্তিক সংবাদমাধ্যম একুশে পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি। রবিবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। 

আদালতে আলাউদ্দিনের পক্ষে শুনানিতে অংশ নেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন, অ্যাডভোকেট এহসানুল হক, অ্যাডভোকেট মো. এরফানসহ কয়েক আইনজীবী। অ্যাডভোকেট জিয়া উদ্দিন বলেন, শুনানি নিয়ে আদালত সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন।

২০২২ সালের ২৮ জুলাই সন্ধ্যায় কলাউজান ইউনিয়নের হিন্দুর হাটে ‘শাহপীর অয়েল এজেন্সি’ নামে একটি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালত ও সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করেন দুই ব্যক্তি। এ বিষয়ে সংবাদ প্রকাশ এবং ফেসবুকে শেয়ার করার পর ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর আলম বাদী হয়ে বিভাগীয় সাইবার   ট্রাইব্যুনালে মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর