মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কমেছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক

কমেছে সূচক ও লেনদেন

দিনের লেনদেন শেষে শেয়ারবাজারে দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। একই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৮৪টির এবং ১৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় স্থান করে নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বীমা কোম্পানি রয়েছে ৩৮টি। আর দাম কমার তালিকায় বীমা কোম্পানি আছে ১৩টি। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দশমিক ৩১ পয়েন্ট কমে ৬ হাজার ৩১০ পয়েন্টে অবস্থান করছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৪ কোটি ৬১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৩৩ কোটি ৮ লাখ টাকা। ডিএসইতে যে লেনদেন হয়েছে তার মধ্যে বীমা কোম্পানিগুলোর অবদান ৩৮৮ কোটি ৬৭ লাখ টাকা। অর্থাৎ মোট লেনদেনের ৫৩ শতাংশ বীমা খাতের। লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুড। এ কোম্পানিটির ২৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। লেনদেনের তৃতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৬ লাখ টাকার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির দাম বেড়েছে। দাম কমেছে ৪৮টির এবং ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ১১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬ কোটি ৯৭ লাখ টাকা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর