মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়েছে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। গতকাল কেন্দ্রীয়ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

অনুষ্ঠানে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অফলাইন ক্যাম্পেইনের ফোকাল পয়েন্ট সুফি ফারুক ইবনে আবু বকর? ও সহকারী ফোকাল পয়েন্ট সৈয়দ ইমাম বাকের। সরকারের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন তারা। সারা দেশ থেকে মনোনীত ১০০ জন মাস্টার ট্রেইনার বা প্রশিক্ষককে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। যারা পরবর্তী পর্যায়ে আরও নির্বাচনী প্রচারণা কর্মীদের প্রশিক্ষণ দেবেন। একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়াই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর