মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গুলশানের ফুটপাতে মিলল অজ্ঞাত লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ৬টায় ফুটপাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলশান থানার এসআই আবদুর রহিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে বা কারা অথবা নিজে কিছু খেয়ে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকেন ওই ব্যক্তি। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর