রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

খুলনায় বিভাগীয় রোডমার্চ সফল করতে প্রস্তুত বিএনপি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় ১৬০ কিলোমিটার রোডমার্চ কর্মসূচি। এ কর্মসূচি সফল করতে ব্যস্ত সময় পার করছে খুলনা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, প্রচার মিছিলসহ বিভিন্ন কর্মসূচি চলছে খুলনা মহানগর ও জেলাজুড়ে।

সূত্র জানায়, ঝিনাইদহ থেকে শুরু হওয়া বিএনপির রোডমার্চ মাগুরা, যশোর হয়ে চুকনগর দিয়ে খুলনা শহরে প্রবেশ করবে। বিকাল ৪টায় খুলনার জিরোপয়েন্ট হয়ে শিববাড়ি মোড়ে এসে জনসমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শেষ হবে। আগে থেকেই সেখানে খুলনা নগর ও জেলা বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নেবেন। রোডমার্চ খুলনায় আসার পথে কয়েকটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। রোডমার্চে কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। নগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা জানান, রোডমার্চ সফল করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিববাড়ি মোড়ে সমাবেশের অনুমতির বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। সরকার পতনের এক দফা দাবিতে রোডমার্চ অনুষ্ঠিত হবে। রোডমার্চে বিপুল সংখ্যক নেতা-কর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে যোগ দেবেন। জানা যায়, রোর্ডমার্চ কর্মসূচি সফল করতে গতকাল ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পশ্চিমবানিয়া খামার ঈদগাহ স্কুলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সেখ জামাল উদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির আহ্বায়ক মো. হাফিজুর রহমান মনি। একইভাবে বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষ্যে গতকাল বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  এতে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রনু, আনোয়ার হোসেন আনো, খান আরিফুর ইসলাম হাসান। এ ছাড়া ২০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম জোয়ারদার জলির সভাপতিত্বে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর