রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকেন : এমপি খোকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ সরকারের আমলে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণির মানুষ শান্তিতে ছিল। এমনকি দেশের প্রতিটি সেক্টর সে সময় অনেক উন্নত হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ সোনারগাঁ অনেক উন্নত হচ্ছে। তিনি জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনার জন্য জনগণের সমর্থন প্রত্যাশা করেন। গতকাল সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন। খোকা বলেন, বিগত সময়ে সোনারগাঁ অবহেলিত ছিল। আমি ১০ বছরে যত উন্নয়ন করেছি স্বাধীনতার ৫০ বছরেও এত উন্নয়ন সোনারগাঁয়ে হয়নি। জাতীয় পার্টি সব সময় উন্নয়নে বিশ্বাস করে। জাতীয় পার্টি অন্য রাজনৈতিক দলের মতো লুটতরাজ, চাঁদাবাজি ও সন্ত্রাসী করে না। তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত এলাকাবাসীর জন্য কাজ করে যেতে চাই। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।

জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা সেলিম উদ্দিন, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সোনারগাঁ উপজেলা জাপা সভাপতি আবদুর রউফ, সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টির সহসভাপতি এম এ জামান, দেওয়ানউদ্দিন চুন্নু, সিরাজুল হক, আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান, শফিকুল ইসলাম শফি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর