রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ছয়দলীয় জাতীয় জোটের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে ছয়দলীয় ‘জাতীয় জোট’ নামে একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন চেয়ারমান এবং একই দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম জোটের মুখপাত্র হিসেবে কাজ করবেন। এই জোট ৩০০ আসনে প্রার্থী দিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। জোটভুক্ত অন্য পাঁচটি দল হচ্ছে- গণ অধিকার পার্টি-পিআরপি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ গ্রিন পার্টি ও বাংলাদেশ সৎ-সংগ্রামী ভোটার পার্টি। দলগুলোর চেয়ারম্যান ও মহাসচিবরা যথাক্রমে জোটের কো-চেয়ারম্যান ও সমন্বয়কারী হিসেবে থাকছেন। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে একত্রে অংশ নেওয়া ছাড়াও এই জোট দেশ ও জনগণের স্বার্থে এবং জাতীয় সংকট নিরসনে যৌথভাবে কর্মসূচি দেবে। মো. ইয়ারুল ইসলামের সঞ্চালনায় পিআরপির চেয়ারম্যান সরদার মো. আবদুস সাত্তার, বাংলাদেশ বেকার সমাজের সভাপতি মো. হাসান, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বাদল, বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান মনছুর আহমেদ ও বাংলাদেশ সৎ-সংগ্রামী ভোটার পার্টির চেয়ারম্যান মো. মোবারক হোসেন বক্তব্য রাখেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর