রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচনের দাবি এনপিপির

নিজস্ব প্রতিবেদক

সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দাবি জানিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। তিনি বলেন, বিএনপিসহ কিছু দল তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। ২০০৭ সালে বিএনপি তত্ত্বাবধায়কের চেতনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল। অনেক দল জাতীয় সরকার চাচ্ছে। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না-জাতীয় সরকারও চাই না। গতকাল কক্সবাজার শহীদ মিনার চত্বরে কক্সবাজার জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তবে ছালু এ কথা বলেন। কক্সবাজার জেলার আহ্বায়ক মো. আলমের সভাপতিত্বে ও সচিব মাহাবুবুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবদুল হাই মণ্ডল, আনিসুর রহমান দেওয়ান, এমাদুল হক রানা, মো. কামাল পাশা, সারোয়ার উদ্দিন, জসিম উদ্দিন। শেখ ছালাউদ্দিন ছালু বলেন, আমরা সমৃদ্ধ, উন্নত এবং আধুনিক বাংলাদেশ গড়তে বর্তমান সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। নির্বাচন কমিশন যেন আইনি ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ করে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়।

পাশাপাশি প্রশাসনের প্রতি দাবি প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সহযোগিতা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর