রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার আছে : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, আগুনে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ীদের পাশে আছে সরকার। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, দুই হাত ভরে দিবা, যাতে আমার জনগণ জানতে পারে ও বুঝতে পারে শেখ হাসিনা তাদের পাশে আছেন, শেখ হাসিনার সরকার তাদের পাশে আছে।’ গতকাল মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী রবিবারের মধ্যে কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ১ হাজার বান্ডিল টিন ও ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চাল ও নগদ টাকা দেওয়া হবে। অনুষ্ঠানে সংসদ সদস্য সাদেক খান ও ব্যবসায়ী সমিতির সভাপতি সলিমুল্লাহ সলু উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর