শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসমাবেশ ৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ৭ অক্টোবর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মহাসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস। এ কর্মসূচি সফল করার জন্য নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির আল্লামা ইউসুফ আশরাফ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন,  মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি দিতে হবে, অন্যথায় জনগণ রাজপথে নামতে বাধ্য হবে এবং যা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে। ছাত্রমজলিস সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রশীদ মুশতাক ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন প্রমুখ।

সভাপতি মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা আজিজুর রহমান হেলাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর