শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর জন্মদিনে শিল্পকলায় উৎসবের সমাপ্তি

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রধানমন্ত্রীর জন্মদিনে শিল্পকলায় উৎসবের সমাপ্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে শেষ হলো তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। গতকাল একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাপনী আসরে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত ও আদর্শের সুযোগ্য উত্তরসূরি শেখ হাসিনা। তিনি বাঙালির আশা-আকাক্সক্ষার শেষ আশ্রয়স্থল। সংকটে তিনি পরিত্রাতা। সংগ্রামে তিনি অবিচল আস্থার মূর্ত প্রতীক। বিগত ১৫ বছরে বাংলাদেশকে এমন এক ঈর্ষণীয় অবস্থানে উন্নীত করেছেন যা সারা বিশ্বের কাছে উদাহরণস্বরূপ। বাংলাদেশ আজ সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর দক্ষ, বলিষ্ঠ ও ইস্পাতদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধী শক্তির মদদে এ অর্জন নস্যাৎ করার জন্য দেশে-বিদেশে চক্রান্ত চলছে। কিন্তু এ চক্রান্ত সফল হবে না। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন আপসহীন নেত্রী, মাথা নোয়াবার নন। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নৃশংস হত্যার পর শেখ হাসিনা চরম দুঃসময়ে ঐক্যের প্রতীক হিসেবে আওয়ামী লীগের হাল ধরেছেন। গণতন্ত্রের সংগ্রামে দীর্ঘ পথ হেঁটেছেন। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। কে এম খালিদ আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন বাংলাদেশের গণতন্ত্র বিকাশে তাঁর কোনো বিকল্প নেই। প্রতিমন্ত্রী পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ‘গণজাগরণের পুতুলনাট্য উৎসব ২০২৩’-এর উদ্বোধন করেন। ২৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ১২ দিনব্যাপী ২৮টি পুতুলনাট্য দলের পরিবেশনায় ৪৪ জেলার ১২০ স্থানে এ উৎসব অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর