মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রশিক্ষণ দিচ্ছেন বিদেশি বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিদেশে গিয়ে প্রশিক্ষণ নেওয়া ব্যয়বহুল। তাই বিকল্প হিসেবে খুলনায় প্রথমবারের মতো বিদেশি বিশেষজ্ঞদের অধীনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী চিকিৎসা প্রশিক্ষণ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ প্রশিক্ষণে অর্থোপেডিক্স, দন্ত, শিশু, গাইনি ও সার্জারি বিভাগের চিকিৎসকদের হাতে-কলমে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হবে। ইতোমধ্যে ভারত থেকে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েছেন। গতকাল প্রথম দিনে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডা. মেহেদী নেওয়াজের নেতৃত্বে হাঁটু ও নিতম্ব জয়েন্টের দুটি বড় অপারেশন করা হয়। এতে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন ভারতের প্রখ্যাত চিকিৎসক ডা. সৌম দীপ দত্ত ও বাংলাদেশি চিকিৎসক ডা. আমজাদ হোসেন।

খুলনা বিভাগের ৭০ জন অর্থোপেডিক্স সার্জন এ প্রশিক্ষণে অংশ নেন। এর আগে সকালে খুলনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আজিজুর রহমান। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. দ্বীন-উল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. টিটু মিয়া, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডা. মাহাবুবুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর মোশারেফ হোসেন খন্দকার, মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, প্রশিক্ষণ প্রোগ্রামের ফোকাল পারসন ডা. অনুপম পোদ্দার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর