মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কিশোর গ্যাংয়ের সশস্ত্র গণছিনতাই, গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি হাউজিংয়ে সশস্ত্র কিশোর গ্যাংয়ের ধারাবাহিক গণছিনতাইয়ের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত চলা এ অভিযানে মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, তিনটি চাপাতি ও দুটি ছোরা জব্দ করা হয়। গ্রেফতার যুবকরা হলেন লেগুনাচালক আকাশ (১৯), ফুটপাতে গেঞ্জি বিক্রেতা নয়ন (২০), ডানো কোম্পানির ভ্যানচালক সজল ইসলাম (১৯), প্রত্যয় বাসের হেলপার আবু কালাম (২১), অটোরিকশাচালক আরিফ (১৯), চাঁদ উদ্যান আজিম গার্মেন্টস ফ্যাক্টরির কর্মী সজীব (১৯), বাস-গাড়ির রংমিস্ত্রি কবির (২৩), রাজমিস্ত্রি নাসির (১৯) ও লেগুনাচালক সুজন (২০)। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল জানান, শুক্রবার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনায় কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকার সিসি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হয়।

প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত নয়জনকে গ্রেফতার করা হয়। আর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ৩০-৩৫ জনকে বিভিন্ন প্রকার দেশি অস্ত্র নিয়ে তুরাগ নদ তীরবর্তী ওয়াকওয়ের দিকে যেতে দেখা যায়।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ একজনকে মারার জন্য তারা ঢাকা উদ্যানের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে তাদের কয়েকজন ওয়াকওয়েতে থাকা পথচারীদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে মোবাইল, টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেন এবং ফেরার পথে কয়েকটি দোকানে ভাঙচুর চালান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর