রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শিক্ষা বৈষম্য নিরসনে এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ দাবি

নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট ও সহযোগী সংগঠনগুলো। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হলে ছাত্র-ছাত্রীরা শহর ও গ্রামে একই মানের সরকারি স্কুলে কম বেতনে পড়ালেখা করতে পারবে, অভিভাবকদের শিক্ষা ব্যয় কমবে। ফলে সরকারি-বেসরকারি শিক্ষার বৈষম্যের অবসান হবে এবং মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবেন।

তারা বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাড়া পান মাসিক ১০০০ টাকা, চিকিৎসা ভাতা পান মাসিক ৫০০ টাকা, উৎসব ভাতা পান ২৫ শতাংশ- যা অমানবিক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিম উদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. মাইন উদ্দীন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক-১ ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মওলানা দেলোয়ার হোসেন আজিজী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর