সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

হাসপাতালে স্বজন সেজে চুরি করাই জাহিদের পেশা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে চুরির অভিযোগে জাহিদুল ইসলাম জাহিদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে মিরপুরের বিআইএইচএস হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঢাকাসহ বিভিন্ন জেলার হাসপাতালে অবস্থান করে রোগীর স্বজন পরিচয় দিত। এরপর সুযোগ বুঝে রোগী, রোগীর স্বজন, হাসপাতাল কর্মীদের মোবাইল ফোন, নগদ টাকা চুরি করে পালিয়ে যেত। গতকাল এসব তথ্য জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, জাহিদ একজন ছিঁচকে চোর। সাধারণত নিজে অসুস্থ হলে কিংবা কোনো স্বজন অসুস্থ হলে হাসপাতালে যায়। কিন্তু জাহিদ হাসপাতালে যায় চুরি করতে। সে বিভিন্ন জেলার হাসপাতালে ঘুরে বেড়ায়। সেখানে যেকোনো একজন রোগীর স্বজন বলে পরিচয় দেয়। এরপর রাতে সেখানেই অবস্থান করে। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনই জাহিদ রোগী এবং রোগীর স্বজনদের মোবাইল, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। সাত বছর ধরে সে সিলেট, গাইবান্ধা, টাঙ্গাইল, কুমিল্লা, সিরাজগঞ্জ, পাবনা, নড়াইল, যশোরের বিভিন্ন হাসপাতালে চুরি করে আসছে। শনিবার রাতেও জাহিদ মিরপুরের বিআইএইচএস হাসপাতালে যায় এবং রোগীর স্বজন পরিচয় দিয়ে বসে থাকে। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে সে ৫ম তলার ৫০৭ নং ক্যাবিনে প্রবেশ করে মোবাইল ফোন চুরির চেষ্টা করে। কিন্তু এ সময় ঘুম ভেঙে গেলে জাহিদকে হাতেনাতে ধরে ফেলেন রোগী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর