শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

১১টি মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে চুরি করা ১১টি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- মো. রাজু আহম্মদ ওরফে মামুন এবং মো. সহিদুল ইসলাম। গত শনিবার ত্রিমোহনী ব্রিজসংলগ্ন ৩ নম্বর টিনশেড বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। যে মোটরসাইকেলটি চুরি করবে, চক্রটি প্রথমে তা টার্গেট করে। এরপর মোটরসাইকেলের মালিক কোথায় যাচ্ছে তা ফলো করে এবং মূল চোরকে ফোন করে। এরপর সুযোগ বুঝে চক্রের সদস্যরা মাস্টার কি ব্যবহার করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। গতকাল এসব তথ্য জানান ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এস এম রেজাউল হক।

তিনি বলেন, গ্রেফতার রাজু ও সহিদুল তাদের সহযোগী আরিফ, আরজু ও আবিরসহ দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি করে আসছিল। তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন চোরের কাছ থেকে চোরাই মোটরসাইকেল কম দামে কিনে বেশি দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল। তারা ঢাকাসহ আশপাশের জেলায় চোরাই মোটরসাইকেল কেনাবেচা করত। তাদের প্রত্যেকের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল গ্রেফতার রাজু ও সহিদুলের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর