শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সরকার দেশকে দেউলিয়া করে দিচ্ছে : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, সরকার শেষ সময়ে এসে দেশকে দেউলিয়া করে দিচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, অবাধ এবং সবার অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানে তত গড়িমসি করছে। তিনি বলেন, সরকার দেশের অর্থনীতি ভেঙে দিয়েছে। অর্থ পাচার, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে প্রতিদিনই বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। এভাবে কমতে থাকলে জ্বালানি তেল, খাদ্যদ্রব্যসহ প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে সরকার ব্যর্থ হবে। গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, মিজানুর রহমান, আবু সালেহীন, অধ্যাপক ডা. রিফাত মালিক, আবদুল হাফিজ খসরু। মাওলানা আবদুল বাছিত আজাদ বলেন, তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দলনিরপেক্ষ সরকারের কাছে  ক্ষমতা হস্তান্তর করতে হবে।

 তিনি বলেন, দলনিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জনগণ আদায় করে ছাড়বে। এ লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য খেলাফত মজলিসের মহসমাবেশ সর্বাত্মক সফল করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর