বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

এনাম মেডিকেলে চীনের ৭ শতাধিক ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান

সাভার প্রতিনিধি

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চীনের পক্ষ থেকে ৭ শতাধিক ডেঙ্গু পরীক্ষার কিট দেওয়া হয়েছে। গতকাল সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের হাতে এসব কিট তুলে দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চলতি বছরে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ডেঙ্গু মহামারি প্রত্যক্ষ করেছি, যা স্থানীয় হাসপাতাল ব্যবস্থার ওপর অসহনীয় চাপ প্রয়োগ করে হাজার হাজার পরিবারের শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা এ রোগে মারা গেছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে অভিনন্দন জানাই ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের যারা মাসের পর মাস ফ্রন্টে নিদ্রাহীনভাবে লড়াই করেছেন। আপনি অনেকের জীবন বাঁচিয়েছেন। আপনার কঠোর পরিশ্রম অত্যন্ত প্রশংসা করা হয়।

 চীনের রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের একটি সময়ের পরীক্ষিত বন্ধু এবং কৌশলগত অংশীদার হিসেবে চীন জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তিন বছরে করোনা ভাইরাস (কভিড-১৯) মহামারির বিরুদ্ধে আমাদের যৌথ লড়াইয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

সর্বশেষ খবর