সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শাহজালালে ৩ কেজি সোনাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে পায়ুপথে সোনা পাচারের সময় মো. সুমন হোসেন নামে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে ৩ কেজি ২৩১ গ্রাম সোনাসহ সুমনকে  গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা। এ সোনা পাচারে সফল হলে চুক্তিমতে ওই যাত্রীর ৭০ হাজার টাকা পাওয়ার কথা ছিল। গতকাল এসব তথ্য জানিয়েছেন এএপির অতিরিক্ত এসপি মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, গত শনিবার বিকাল ৫টায় বিমানবন্দরের কনকোর্স হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমনের বাড়ি মুন্সীগঞ্জ জেলা সদরে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এএপি এবং এনএসআইয়ের একটি যৌথ দল শারজাহ থেকে আগত যাত্রী সুমনকে আটক করে। এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তিনি শাহজালাল বিমানবন্দরে আসেন। এরপর সব কার্যক্রম শেষে সুমন গ্রিন চ্যানেল অতিক্রম করলে কনকোর্স হলের সামনে থেকে তাকে  গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার পায়ুপথে সোনা আছে বলে স্বীকার করে। কাস্টমসের স্ক্যানারে স্ক্যান করানো হলে তার কথার সত্যতা পাওয়া যায়। পরে তার দেহের কোন অংশে সোনা লুকানো আছে তা নিশ্চিত হতে সুমনকে উত্তরা ১ নম্বর সেক্টরের জাহান আরা ক্লিনিকে এক্স-রে করাতে নেওয়া হয়। এক্স-রে করার পর তার পায়ুপথ ও তলপেটে স্বর্ণের অবস্থান সম্পর্কে নিশ্চিত করেন চিকিৎসক। এরপর তাকে বিমানবন্দরে নিয়ে আসা হয়। পরে সুমন মোট ১৩টি ডিম্বাকৃতি গোল্ড প্যাকেট বের করেন। প্যাকেটগুলো নীল রঙের প্লাস্টিকে মোড়ানো ছিল। সোনা পাচারকারী চক্রের যোগসাজশে তিনি সোনা ব্যাগেজ সুবিধা ব্যবহার করে পণ্য আমদানির জন্য নিয়মিত বিদেশে যাওয়া-আসা করতেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর