মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

কুমিল্লায় মিছিলে হামলা, ৫০০ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় যুবলীগ-ছাত্রলীগের ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ। গ্রেফতার দুজন হলেন- কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার বাসিন্দা নূর হোসেন স্বপন ও রাজবাড়ি কম্পাউন্ড এলাকার মহসিন আহমেদ শিপন। তারা যুবলীগের কর্মী বলে জানা গেছে। মামলার আবেদনে উল্লেখ করা হয়, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার হিন্দু ধর্মাবলম্বীদের পূজা নিয়ে কটূক্তি, মুন্সীগঞ্জের জাতীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে স্থানীয় মেয়র কর্তৃক প্রকাশ্যে সাম্প্রদায়িক গালমন্দ, চারণকবি রাধা রমণকে মারধর, সারা দেশে দুর্গামূর্তি ভাঙচুর, সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলা শাখা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল নিয়ে কান্দিরপাড় অভিমুখে রওনা হন তারা। এ সময় পুলিশ মিছিলটি কর ভবনের সামনে নজরুল এভিনিউ এলাকায় বাধা প্রদান করে। অগ্রসর না হয়ে ফিরে আসতে থাকলে হঠাৎ অজ্ঞাতনামা আসামিরা অস্ত্র, রড, লাঠি, ইট, পাথর নিয়ে ধাওয়া করে।

যুবলীগ ছাত্রলীগের নামে মিছিল দিতে দিতে ইট পাথর নিক্ষেপ করতে থাকে। মিছিলে অংশগ্রহণকারী মহিলা, পুরুষ সদস্যদের এলোপাতাড়ি মারধরে বহু লোককে জখম করে।

এ বিষয়ে তাপস বকসী বলেন, আমরা কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলার আবেদন পাঠিয়েছি। পুলিশ আবেদন গ্রহণ করেছে।

কুমিল্লার কোতোয়ালি থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, রবিবার রাতে আমরা মামলা নিয়েছি। এই ঘটনা দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতার তৎপরতা চলমান রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন পূজা উদযাপন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ‘মদমুক্ত পূজা’ করার আহ্বান জানিয়ে দেওয়া একটি বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৮ অক্টোবর বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দফতর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত এক বিবৃতিতে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের বক্তব্যকে ‘সাম্প্রদায়িক উক্তি’ আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই বক্তব্যসহ আরও কয়েকটি দাবিতে গত ১৩ অক্টোবর প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্রঐক্য পরিষদ। এ সময় মিছিলে হামলার অভিযোগ ওঠে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হন পাঁচজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর