মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ বড় আকারের সৌর প্রকল্পের ওপর জোর দিচ্ছে

পরিবেশমন্ত্রী-সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ কম কার্বনযুক্ত পরিবেশবান্ধব উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ বড় আকারের সৌর প্রকল্পের ওপর জোর দিচ্ছে। বাংলাদেশের যেসব এলাকায় বিদ্যুৎ সঞ্চালনের গ্রিড লাইন নেই, সেখানে ৬ মিলিয়নেরও বেশি সোলার হোম সিস্টেম স্থাপন করেছে। গতকাল সচিবালয়ের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান-এর সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। এ সময় তারা বাংলাদেশে পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তর, প্রযুক্তি হস্তান্তর, ন্যাপ বাস্তবায়নে সহায়তা এবং পরিবেশ সুরক্ষা নিয়ে আলোচনা করেন। বন ও পরিবেশমন্ত্রী ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, পরিবেশ ও পর্যটনের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ১০টি বড় আকারের সোলার পার্ক, ২৮টি সৌর মিনি-গ্রিড, ২৮৮১টি সৌর সেচ পাম্প, ১৯৫২টি নেট মিটারড রুফটপ সোলার সিস্টেম এবং ৮টি সৌরচালিত পানীয় ব্যবস্থা স্থাপন করেছে। মন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান দূষিত বায়ু ও পানি পরিশুদ্ধির লক্ষ্যে পরিবেশ দূষণকারী শিল্পগুলোকে অতিরিক্ত শুল্ক দিতে বাধ্য করার জন্য পরিবেশ সুরক্ষা সারচার্জ আকারে একটি আমূল নতুন ‘সবুজ কর’ আরোপ করেছে। সরকার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে একাধিক গাড়ির মালিকদের ওপর ‘কার্বন ট্যাক্স’ আরোপ করেছে, যার লক্ষ্য কার্বন নিঃসরণ হ্রাস করা এবং দেশে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার এবং বৈদ্যুতিক যানবাহনের প্রচার করা।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর