শিরোনাম
মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ফিলিস্তিনে রক্তের স্রোত দেখতে চাই না : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনে রক্তের স্রোত দেখতে চাই না : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে তা হবে বিশ্ব সভ্যতার ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায়। বিশ্ববাসী ইসরায়েল ও ফিলিস্তিনে আর রক্তক্ষয়ী সংঘাত দেখতে চায় না। শক্তি প্রয়োগ আর রক্তের হোলিখেলায় কখনোই শান্তি আসতে পারে না। ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধের তীব্রতায় গভীর ক্ষোভ ও উৎকণ্ঠা প্রকাশ করে গতকাল এক বিবৃতিতে তিনি একথা বলেন। জাতিসংঘের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য, ওষুধ ও অতি প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ফিলিস্তিনে পাঠানোর অনুরোধ জানিয়ে জি এম কাদের বিবৃতিতে আরও বলেন, আমরা ফিলিস্তিনে আর রক্তের স্রোত দেখতে চাই না। এখনই ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে একটি স্থায়ী সমাধান জরুরি। জাতিসংঘের নেতৃত্বেই জরুরি ভিত্তিতে ফিলিস্তিন-ইসরাইল সংকট দূর করতে হবে। রক্তক্ষয়ী এই যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর