শিরোনাম
মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

অস্ত্রের মুখে মাদরাসার অধ্যক্ষকে অপহরণ, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কমিটি নিয়ে বিরোধের জের ধরে রাজশাহীর পুঠিয়া বিড়ালদহ এসকেডিএস ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাবিবুর রহমানকে অপহরণ করে এমপি গ্রুপের লোকজন! গতকাল সকাল ১০টার দিকে সংঘটিত অপহরণের প্রতিবাদে তাৎক্ষণিক ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, মাদরাসার কমিটি নিয়ে বিরোধের জের ধরে এমপির লোক হিসেবে পরিচিত একই এলাকার মঈন, শফিকসহ কয়েকজন মাইক্রোবাস নিয়ে মাদরাসায় আসেন। এরপর অধ্যক্ষের কক্ষে গিয়ে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যান। অপহরণের প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষকে মাদরাসায় পৌঁছে দিলে দেড় ঘণ্টা পর শিক্ষার্থীও রাস্তা থেকে সরে দাঁড়ায়। ইউপি সদস্য মামুন হোসেন বলেন, কমিটি নিয়ে বিরোধের জের ধরে সম্ভবত ওই মাদরাসার অধ্যক্ষকে অপহরণ করে এমপি গ্রুপের লোকজন। এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, অধ্যক্ষকে মাদরাসায় পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষার্থীও রাস্তা থেকে সরে গেছে। ঘটনার বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর