মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নৌপুলিশের অভিযানে ১৩৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করেছে নৌপুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে রবিবার ১৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মোট ৯ কোটি ২৬ লাখ মিটার জাল, ৬৫২ কেজি মাছ ও ৩২টি নৌযান জব্দ করা হয়। গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। গতকাল নৌপুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। নৌপুলিশের তথ্যানুযায়ী, সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম সুরক্ষিত করার লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়বিক্রয় ও বিনিময় সরকার কর্তৃক সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে নৌপুলিশ নদীতে নিয়মিতভাবে টহল কার্যক্রম জোরদার করেছে।

অভিযানের বিষয়ে নৌপুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম জানিয়েছেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নৌপুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে নৌপুলিশ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর