শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সিরাজগঞ্জে সৈয়দ আবুল হোসেনের দাফন

সিরাজগঞ্জ ও মাদারীপুর প্রতিনিধি

সিরাজগঞ্জে সৈয়দ আবুল হোসেনের দাফন

মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.)-এর দরবারে দাফন করা হয়েছে। মরহুমের ইচ্ছানুযায়ী সেখানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন দরবারের খাদেম মাহফুজুর রহমান বাবলু। এর আগে গতকাল দুপুর ১২টার পর তাঁর মরদেহ হেলিকপ্টারযোগে সিরাজগঞ্জের এনায়েতপুর এসে পৌঁছে। দুপুর ২টায় মাজার প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়। সৈয়দ আবুল হোসেন দরবারের বর্তমান পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার জামাতা। এনায়েতপুরে মরহুমের নিজস্ব একটি বাড়ি রয়েছে। এদিকে মাদারীপুরের ডাসারে নিজ জন্ম এলাকায় সৈয়দ আবুল হোসেনের জানাজা এবং দাফন না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয় বাসিন্দা ও তাঁর স্বজনদের মধ্যে। তৃতীয় জানাজা এবং দাফন মাদারীপুরের ডাসারে হওয়ার কথা ছিল। সে অনুযায়ী গত দুই দিন জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। জানাজায় শরিক হতে আসেন সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপ, আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিমসহ বিভিন্ন স্তরের কয়েক হাজার দলীয় নেতা-কর্মী। দুপুরের দিকে জানানো হয় তাঁর জানাজা ও দাফন হবে সিরাজগঞ্জের এনায়েতপুরে। এতে ক্ষোভ প্রকাশ এবং বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও তাঁর স্বজনরা।

সৈয়দ আবুল হোসেনের ছোট ভাই সৈয়দ আবুল হাসান আক্ষেপ করে বলেন, ‘আমি ঢাকার কোনো জানাজায় অংশ নিইনি। ভেবেছিলাম এলাকার জানাজায় অংশ নেব। তা আর সম্ভব হলো না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর