রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

অনুমতি দিয়েও সমাবেশে হামলা ন্যক্কারজনক : বাসদ

নিজস্ব প্রতিবেদক

সরকার ন্যক্কারজনকভাবে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে হামলা চালিয়ে বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দিয়েছে অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। সংগঠনটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ গতকাল এক বিবৃতিতে বলেন, বিএনপির মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা দফায় দফায় হামলা চালিয়েছে, মাইক বন্ধ করে দিয়ে সমাবেশ পণ্ড করে দিয়েছে। অনুমতি দেওয়ার পরও সমাবেশে হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া ন্যক্কারজনক ঘটনা। এর মাধ্যমে সরকার চরম ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ ঘটিয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, এই মহাসমাবেশ অনুষ্ঠানের কথা বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছিল বিএনপি। তল্লাশির নামে সমাবেশে আসার পথে প্রতিবন্ধকতা তৈরি, গ্রেফতার, সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে টালবাহানা এবং সরকারের এই হামলা-মামলার ফলে দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও গভীর সংকটে পড়বে। তিনি সরকারকে ক্ষমতা আঁকড়ে থাকার একগুঁয়েমি পরিত্যাগ করে জনগণের আকাক্সক্ষা অনুযায়ী অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

সর্বশেষ খবর