রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার বয়রায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আট দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। গতকাল বিকালে সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বইমেলার উদ্বোধন করেন। এতে ঢাকা থেকে আসা প্রকাশনা প্রতিষ্ঠানের ৬০টি, খুলনা বিভাগের ১০ জেলার ১০টি ও সরকারি দফতরের জন্য আলাদা ছয়টি স্টল থাকবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ৪ নভেম্বর পর্যন্ত এ বইমেলা চলবে।

বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় আসা দর্শনার্থী, ক্রেতা ও পাঠকদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া মেলা প্রাঙ্গণে আলোচনা সভা, সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ, শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর