রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সংবিধান অনুযায়ী নির্বাচনের দাবি ৫৮ দলীয় জোটের

নিজস্ব প্রতিবেদক

গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন ৫৮ দলীয় জোটের মহাসচিব ডা. খন্দকার ইমদাদুল হক সেলিম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় শান্তি ও উন্নয়ন সমাবেশ সমর্থনে গতকাল রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। ইমদাদুল হক সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি অবাধ, সুষ্ঠু নির্বাচন চান। ৫৮ দলীয় জোটও আগামীতে অবাধ, সুষ্ঠু নির্বাচন চায়। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি জানান, আগামী সংসদ নির্বাচনে এই জোট ২ শতাধিক আসনে প্রার্থী দেবে। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র মাওলানা আলতাফ হোসাইন মোল্লা।

 

 

সর্বশেষ খবর