মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জ : গর্ভনর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিময় হার ব্যবস্থা স্থিতিশীল করা এখনকার মূল চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের দিক থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এটা শুধু কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভর করে না। এখানে বাজার সিন্ডিকেট আছে, বাজার তদারকিতে ঘাটতি আছে। আবার সিজনের একটা বিষয় আছে। গতকাল ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা, সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে ১০ জন সাংবাদিক নিজেদের মতামত তুলে ধরেন। মূল্যস্ফীতির চাপ কমানো, ডলার সংকট নিরসন ও রিজার্ভ বাড়ানোসহ বর্তমান সংকট মেটাতে অর্থ পাচার ও বেনামি ঋণ ঠেকাতে কঠোর পদক্ষেপ, শরিয়াহ ভিত্তিক ব্যাংকসহ পুরো ব্যাংক খাতের নজরদারি জোরদারসহ বিভিন্ন পরামর্শ দেন তারা।

এ সময় গভর্নর বলেন, আমার ৩৬ বছরের চাকরি জীবনে এত সংকট কখনো দেখিনি। তিনি বলেন, নির্বাচনের আগে এক ধরনের অনিশ্চয়তা থাকে। এর সঙ্গে এখন আবার হরতাল অবরোধ যোগ হয়েছে। এক ধরনের অনিশ্চয়তা থেকে বিদেশি বিনিয়োগ কমে শূন্যে নেমেছে। স্বল্প মেয়াদি বিদেশি ঋণ ও বাণিজ্যিক ঋণ কমেছে। আবার উন্নয়ন সহযোগীরা অর্থ ছাড়ে দেরি করছে। তবে এ সংকট শিগগিরই কেটে যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর