শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ডস পেল ডিপিডিসি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ডস ২০২৩ অর্জন করেছে। ডিপিডিসির জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ম্যাপিং প্রকল্প ‘ইনোভেটিভ পাওয়ার টেকনোলজি অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে এবং জনাকীর্ণ এলাকায় সিঙ্গেল পোল ট্রান্সফারমার স্থাপন-সংক্রান্ত উদ্ভাবনের জন্য ‘পাওয়ার ইউটিলিটি অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করে। ৮ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ডস ২০২৩ প্রদান করা হয়। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান পুরস্কারের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। এশিয়ান পাওয়ার অ্যাওয়ার্ড একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। এটি বিদ্যুৎ খাতের ব্যতিক্রমী উদ্ভাবন, যুগান্তকারী প্রকল্প ও উদ্যোগকে স্বীকৃতি দেয় এবং টেকসই উদ্ভাবনকে উৎসাহিত করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর