শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে পেশাজীবী সমন্বয় পরিষদ

নিজস্ব প্রতিবেদক

পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা এক বিবৃতিতে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতারা বলেন, জাতির পিতার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সংবিধান অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। গণতন্ত্র সমুন্নত রেখে উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের আপামর জনসাধারণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন পেশাজীবী নেতারা। বিবৃতিতে স্বাক্ষর করেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দিন, ঢাবি ভিসি অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল, ঢাবি সাবেক ভিসি অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর