শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

এবারও নৌকাতে আস্থা ওয়ার্কার্স পার্টির

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জোটবদ্ধভাবে ১৪ দলে থেকে আবারও নির্বাচনে অংশ নেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এ জন্য দলটি প্রতীক হিসেবে নৌকা ব্যবহার করতে চায়। আজ এ-সংক্রান্ত চিঠি দেওয়া হবে নির্বাচন কমিশনে। দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মধ্যে আছে এবং ১৪ দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যেতে চায়, তাই তারাও জোটের মধ্যে থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। প্রতীক হিসেবে নিজেদের দলীয় প্রতীক ব্যবহার না করে তারা নৌকা ব্যবহার করতে চান। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ওয়ার্কার্স পার্টি ১৪ দলীয় জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। প্রতীক হিসেবে তারা ব্যবহার করছে নৌকা। যদিও দলটির নিবন্ধিত প্রতীক হাতুড়ি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর