শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচনের দাবি বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক

তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। গতকাল রাজধানীর বিজয় সরণিতে পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পরিষদ চেয়ারম্যান মো. আবদুর রহিম এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন এ নির্বাচনে তারা অংশগ্রহণ করবে নাকি নির্বাচন প্রত্যাখ্যান করবে তা এক সপ্তাহ পর্যবেক্ষণ করে ২৫ নভেম্বর জানানো হবে। মানুষের অধিকার ও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ পাঁচ বছর আগে ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয়। সারা দেশ থেকে সৎ ও ভালো মানুষ যারা সংসদ নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণ করছেন বা করবেন তাদের পাশে থাকাই ঐক্য পরিষদের মূল লক্ষ্য।

 তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩০০ আসনে সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে সুশাসন ও মানবিক বাংলাদেশ গড়তে সক্ষম হব। সেই লক্ষ্যেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ সময় পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর