সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনের নাটক মঞ্চস্থ করেছে সরকার

-ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ফরমায়েশি একতরফা নির্বাচনের তফসিল দেশবাসী প্রত্যাখ্যান করেছে। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত একতরফা অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদ এবং শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকার নির্বাচনের নাটক মঞ্চস্থ করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশবাসী স্বাধীনতার ৫২ বছর পর্যন্ত নির্বাচনের নামে নাটক পর্যবেক্ষণ করছে। বর্তমান সরকার নির্বাচনের নামে নাটক ২০১৪ এবং ২০১৮ সালেও করেছে। এবারও নতুন নাটক মঞ্চস্থ করছে। একতরফা তফসিল ঘোষণার পর সারা দেশে আওয়ামী লীগ আনন্দ মিছিলের নামে যে বার্তা দিয়েছে, তাতে এবারও নিশিরাতের নির্বাচনের রিহার্সেল জাতি দেখতে পাবে। মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে একতরফা নির্বাচনের নামে তামাশা এদেশে আর চলবে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে এবং নির্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি না করে কোনো নির্বাচন হতে পারে না।

 প্রধানমন্ত্রী সংলাপ প্রসঙ্গে বলছেন, ‘বিএনপির গুন্ডাদের সঙ্গে কীসের সংলাপ, ওবায়দুল কাদের বলছেন, সংলাপের সময় নেই’ এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে বিরোধী দলবিহীন একতরফা নির্বাচন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্নসাধে বিভোর সরকার। সমাবেশ শেষে একটি মিছিল প্রেস ক্লাব, কদম ফোয়ারা, পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররম উত্তর গেটে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর