শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রতি আসনে ১৪ জনের বেশি প্রার্থী

চট্টগ্রামে ভোট উৎসবে মেতেছেন আওয়ামী লীগ নেতারা

আজহার মাহমুদ, চট্টগ্রাম

প্রতি আসনে ১৪ জনের বেশি প্রার্থী

চট্টগ্রামে জাতীয় সংসদের ১৬ আসনের মধ্যে অন্তত ১৩টির এমপিরা ২ শতাধিক মনোনয়নপ্রত্যাশীর ‘অভিযান’ ডিঙিয়ে গণরায় গ্রহণের মুখোমুখি অবস্থায় রয়েছেন। এক একটি আসনে বর্তমান এমপিকে চ্যালেঞ্জ জানাতে দুই ডজনের বেশি মনোনয়নপ্রত্যাশী। প্রতিটি আসনে গড়ে ১৪ জনের বেশি মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানামুখী আলোচনা। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সালাউদ্দিন সাকিব জানান, মঙ্গলবার পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী ও প্রার্থীদের পক্ষে সমর্থকরা ২৩০টি মনোনয়ন আবেদনপত্র নিয়েছেন। কয়েকজন প্রার্থী একাধিক আসনের জন্য ফরম নেন। সব মিলিয়ে ১৬ আসনে মনোনয়নপ্রত্যাশী ২১৮ জন। জানা গেছে, আসনগুলোর মধ্যে সবচেয়ে কম মনোনয়নপ্রত্যাশী চট্টগ্রাম-৭-এ। এখানে দলের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান মাহমুদ এমপি ছাড়া আরও একজন দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চট্টগ্রাম-১৩ আসনে এমপি সাইফুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় নেতা শাহজাদা মহিউদ্দিনসহ আরও দুজন ফরম কিনেছেন। চট্টগ্রাম-১ আসনে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির ছেলে আওয়ামী লীগ নেতা মাহবুব উর রহমান ছাড়াও আওয়ামী লীগ নেতা মো. গিয়াস উদ্দিন এবং আরও দুজন দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ তিনটি আসন ছাড়া চট্টগ্রামের বাকি ১৩ আসনে ‘মনোনয়ন চাই’য়ের ছড়াছড়ি। এমপিদের চ্যালেঞ্জ জানাতে মনোনয়ন দৌড়ে যুক্ত হয়েছেন নতুন-পুরান ২ শতাধিক মনোনয়নপ্রত্যাশী। ফলে তৈরি হয়েছে প্রার্থীজট। মনোনয়ন দৌড়ে ছাত্রলীগের বর্তমান ও সদ্যসাবেক তরুণ নেতারাও রয়েছেন। কয়েকটি আসনে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে অভিযুক্ত, দুদকের মামলার আসামিরাও ফরম সংগ্রহ করেছেন। মাত্র ছয় মাস আগে চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে এমপি হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। তাঁকে চ্যালেঞ্জ জানাতে দলের আবেদনপত্র কিনেছেন ২৮ জন। তিন মাস আগে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে এমপি হন যুবলীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু। তাঁকে চ্যালেঞ্জ জানাতে মনোনয়ন আবেদনপত্র কিনেছেন ২১ জন।

এ ছাড়া চট্টগ্রাম-১১ আসনে ২৭, চট্টগ্রাম-২ আসনে ২১, চট্টগ্রাম-৯ আসনে ১৭, চট্টগ্রাম-১৪ আসনে ১৭, চট্টগ্রাম-১৬ আসনে ১৭, চট্টগ্রাম-১৫ আসনে ১৫, চট্টগ্রাম-১২ আসনে ১৫, চট্টগ্রাম-৫ আসনে ১৪, চট্টগ্রাম-৩ আসনে ১২, চট্টগ্রাম-৪ আসনে ১১, চট্টগ্রাম-৬ আসনে আটজন আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেছেন। বিশ্লেষকরা মনে করেন, বিপুলসংখ্যক মনোনয়নপ্রত্যাশী থাকায় বর্তমান এমপিদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গণহারে মনোনয়নপত্র আবেদন সংগ্রহ দলের চেইন অব কমান্ডকে দুর্বল করে তুলতে পারে। নীতিনির্ধারকদের জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কিছুটা জটিল হয়ে উঠবে। চাইলেই ফরম সংগ্রহ করতে পারাটা খুব বেশি ইতিবাচকভাবে দেখার সুযোগ নেই।’

 

 

সর্বশেষ খবর