বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঊর্ধ্বমুখী শেয়ারবাজার বেড়েছে সূচক

নিজস্ব প্রতিবেদক

চার দিন পর সূচক বেড়েছে শেয়ারবাজারে। তালিকাভুক্ত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৩২টির। আর ১৮৭টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স মাত্র ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে। প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৫৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৪৫ কোটি ৪১ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ১৭ লাখ টাকা। টাকার অঙ্কে বাজারটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৫৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ২২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দাম বেড়েছে। দাম কমেছে ৩১টির এবং ৬৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ৩৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫ কোটি ৫১ লাখ টাকা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর