বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আরিফের বাসায় ককটেল নিক্ষেপকারীদের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আরিফের বাসায় ককটেল নিক্ষেপকারীদের খুঁজছে পুলিশ

সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। গতকাল সন্ধ্যা পর্যন্ত আরিফুল হক চৌধুরী কিংবা তার পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেননি বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। তবে আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে কোনো অভিযোগ করা না হলেও তদন্তে নেমেছে পুলিশ। ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত তিন যুবকের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে তারা। সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়া চিত্রে দেখা গেছে- ককটেল নিক্ষেপের সঙ্গে তিন যুবক জড়িত ছিলেন। এর মধ্যে দুজন ককটেল নিক্ষেপ করেন এবং অপর একজন মোবাইল দিয়ে ভিডিওচিত্র ধারণ করছেন। নিক্ষেপ করা ককটেলের একটি আরিফুল হক চৌধুরীর বাসার প্রধান ফটকে এবং অন্যটি বাসার ভিতরে বিস্ফোরিত হয়। ককটেল বিস্ফোরণের পর ওই তিন যুবক দৌড়ে পালিয়ে যান। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরিফুল হক চৌধুরী কিংবা তার পরিবারের পক্ষে কেউ কোনো অভিযোগ করেননি। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত ছিলেন তা শনাক্তে পুলিশ কাজ করছে।

সর্বশেষ খবর