বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার নির্যাতিত গৃহকর্মী

নিজস্ব প্রতিবেদক

‘আমাকে বাঁচান। আমাকে ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইব। আমাকে আপনারা বাইর কইরা নিয়া যান। নাইলে আমি নিজেই গলায় দড়ি দিমু।’ এমন তথ্য জানিয়ে রাজধানীর ধানমন্ডিতে মঙ্গলবার সন্ধ্যায় সুমি (২০) নামে এক গৃহকর্মী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান।   কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মঞ্জুর রশিদ। তিনি তাৎক্ষণিক ধানমন্ডি থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। গতকাল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে সুমিকে উদ্ধার করে তার অভিভাবকের জিম্মায় বুঝিয়ে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর