শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আন্দোলনে শামিল হওয়া নাগরিক দায়িত্ব : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জুলুমবাজ সরকারের বিরুদ্ধে আন্দোলনে শামিল হওয়া এখন নাগরিক দায়িত্ব। এই দেশে অতীতের ইতিহাসে দেখা গেছে, এখানে জুলমকারী, অন্যায়কারী বেশিদিন থাকতে পারে না। তিনি আরও বলেন, দেশজুড়ে বিএনপি, সহযোগী সংগঠন এবং সমমনা দলগুলোর নেতা-কর্মীদের ওপর নিপীড়ন চলছে। তাঁদের গ্রেফতার করা হচ্ছে নির্বিচারে। বিভিন্ন জায়গায় শাসক দলের পক্ষ থেকে বাসে আগুন দেওয়া হচ্ছে। তাদের লোকজনও ধরা পড়ছে। কিন্তু তাদের ছেড়ে দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ধরে এনে দোষী প্রমাণের চেষ্টা করা হচ্ছে। এভাবে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে। গতকাল বিকালে গণমাধ্যমের সঙ্গে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের ৪১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় ১৭ জন আহত হয়েছেন। তিনি এসব নেতা-কর্মীর মুক্তির দাবি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর