শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিলেটে শুরু হলো ‘কুরআনের নূর’ প্রতিযোগিতার অডিশন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পুণ্যভূমি সিলেট থেকেই শুরু হলো আন্তর্জাতিক হিফজুল কুরআনবিষয়ক মেগা রিয়েলিটি শো ও প্রতিযোগিতা ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’-এর দ্বিতীয় আসরের অডিশন। এতে অংশ নিয়েছেন সিলেট বিভাগের ৫ শতাধিক হাফেজে কুরআন। গতকাল সকাল ৮টায় সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা প্রাঙ্গণে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়। তার আগে খুদে হাফেজের মিলনমেলায় পরিণত হয় মাদরাসাপ্রাঙ্গণ। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এ আয়োজনে দেশসেরা অনূর্ধ্ব-১৬ হাফেজদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, দেশের কুরআনের হাফেজদের উৎসাহ দিতেই এ আয়োজন। দেশসেরা হাফেজদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন তারা। আর এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের মুখ উজ্জ্বল করতে চায় খুদে হাফেজরা। এখানকার প্রতিযোগীদের প্রত্যাশা, সিলেটের সেরা থেকে দেশসেরা হয়ে বিশ্বে শ্রেষ্ঠত্ব অর্জন করবে তারা। এর মাধ্যমে ইসলামের খেদমতের পাশাপাশি দেশের মুখও উজ্জ্বল করবে। এমন সুযোগ করে দেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি অশেষ কৃতজ্ঞতা তাদের। কুরআন মুখস্থ, তাজবিদের অনুসরণ, কণ্ঠের মাধুর্যতা- এ বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই সেরা হাফেজ নির্বাচন করছেন বিচারকরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন।

আয়োজকরা জানান, এবারের কুরআনের নূর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রথম বিজয়ী পাবেন ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবেন ৭ লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার ৫ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার ২ লাখ করে টাকা ও সম্মাননা। এ ছাড়া ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জনকারী বাকি তিনজন পাবেন ১ লাখ করে টাকা ও সম্মাননা। এবারও জাতীয় পর্যায়ের আট বিজয়ী, তাদের পরিবার ও ওস্তাদদের ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠানো হবে। অন্যদিকে প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ের প্রথম বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবেন ১০ লাখ টাকা ও সম্মাননা এবং তৃতীয় বিজয়ী ৫ লাখ টাকা ও সম্মাননা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক বলেন, গত বছর দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সাহেবের সঙ্গে দেখা করি। তখন টিভিতে একটি রিয়েলিটি শো চলছিল। ওই সময় আমরা কুরআন প্রতিযোগিতার আয়োজনের কথা বলতেই তিনি তাৎক্ষণিকভাবে তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়ে দেন। ফলে ওই বছরই এ প্রতিযোগিতা শুরু হয়। এবার আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর