শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তারপরও আইসিটিতে নারী উদ্যোক্তা কম

নিজস্ব প্রতিবেদক

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও তথ্যপ্রযুক্তির ব্যবহার খুবই সীমিত। একই সঙ্গে এ ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, সমৃদ্ধ প্রযুক্তিগত জ্ঞান, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গতকাল বাংলাদেশ ইন্টারনেট গভার্ন্যান্স ফোরাম-২০২৩ বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের (বিআইজিএফ) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাগত বক্তব্যে বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের ভাইস চেয়াম্যান জান্নাতুল বাকেয়া কেকা বলেন, সরকারি হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ২৯ শতাংশ নারী শিক্ষার্থী বর্তমানে তথ্যপ্রযুক্তি বা (আইসিটি) সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করছেন। তাদের মধ্যে কর্মক্ষেত্রে মাত্র ১২ শতাংশ নারী কাজ করছেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাক টেলিযোগাযোগ অ্যান্ড আইসিটি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য অপরাজিতা হক বলেন, ইন্টারনেট ব্যবহারে নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে এসব কার্যকরে তৎপরতা যথেষ্ট নয়। বিদেশি ডেটাস্টোরের ওপর নির্ভরতা কমাতে দেশি তথ্যের সংরক্ষণে সরকার উদ্যোগ নিয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর