শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

গৃহবধূ হত্যা মামলায় একই পরিবারের চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার বটিয়াঘাটায় গৃহবধূ সালমা বেগম হত্যা মামলায় একই পরিবারের চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন- বটিয়াঘাটার ভান্ডারকোট গ্রামের হেমায়েত আকুঞ্জি (৫৫), তার স্ত্রী রোকেয়া বেগম (৪৫), ছেলে ইমরান আকুঞ্জি (২৭) ও মেয়ে আসমা বেগম (৩০)। তাদের মধ্যে হেমায়েত আকুঞ্জি ও তার স্ত্রী রোকেয়া বেগম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তারা হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‌্যাব কর্মকর্তারা জানান, পারিবারিক কলহের জেরে ২৬ অক্টোবর সালমা বেগমের মেয়ে লামিয়াকে মারধর করে প্রতিপক্ষ। এ ঘটনার প্রতিবাদ করলে সালমা বেগমকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে আহত হলে সালমা বেগমকে চিকিৎসা করানো হয়। তবে ঘটনার দুই দিন পর তার পেট ফুলে ওঠে ও ৩ নভেম্বর শ্বাসকষ্ট শুরু হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলা হলে আসামিরা পালিয়ে যায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর