শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

রূপায়ণ লেক ক্যাসেল কার্নিভাল নাইট শুরু

নিজস্ব প্রতিবেদক

রূপায়ণ লেক ক্যাসেল কার্নিভাল নাইট শুরু

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মিত রূপায়ণ লেক ক্যাসেলে শুরু হয়েছে দুই দিনের ‘রূপায়ণ লেক ক্যাসেল কার্নিভাল নাইট-২০২৩’। গতকাল অতিথিদের নিয়ে এর উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলীনূর রহমান। গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল, রূপায়ণ সিটি উত্তরার সিইও এম মাহবুবুর রহমান, রাতুল প্রপার্টিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এহসানুর রহমান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ডিএমডি শাহ আরিফ বিন হাবিব, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের পরিচালক (অপারেশনস) ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ও হেড অব সেলস দেওয়ান ফয়সাল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। এ সময় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলীনূর রহমান বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার নান্দনিক স্থাপত্যশৈলীতে ১০৭ কাঠা জমির ওপর শান্ত সুনিবিড় লেকের কোল ঘেঁষে আমরা নির্মাণ করেছি রূপায়ণ লেক ক্যাসেল। যা হতে যাচ্ছে ২৮৩টি পরিবারের প্রশান্তিময় আবাসস্থল। এই প্রকল্পে ক্রেতা-দর্শনার্থীদের মেলবন্ধন ঘটাতেই এই কার্নিভাল নাইট। এই আয়োজনে ৩০ থেকে ৫০ শতাংশ বুকিং মানি দিয়ে ফ্ল্যাট বুঝে নিতে পারবেন ক্রেতারা। রূপায়ণ লেক ক্যাসেল প্রকল্পে রুফটপ ওয়েডিং পুল, সুইমিং পুল, ব্যাংকুয়েট হল, জিম, কিডস প্লে জোন, সুপারশপ, প্রেয়ার স্পেস, গ্রিন কোর্টইয়ার্ড, সেলুনসহ আধুনিক জীবনের সব সুযোগ-সুবিধা রয়েছে। রূপায়ণ লেক ক্যাসেল কার্নিভাল নাইটে আজ বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকছে বলেও জানান মো. আলীনূর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর