শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনি মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

নামসর্বস্ব কিছু রাজনৈতিক দলকে নিয়ে শাসকগোষ্ঠীর নির্বাচনি মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে রিজভী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে আয়োজন করার মাধ্যমে আবারও জোর করে ক্ষমতা দখলের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের নিয়ে দল তৈরি করেছে বর্তমান শাসকগোষ্ঠী। আর এ জন্যই দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। জনগণ এবং বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের ভয় দেখাতে সন্ত্রাসী হামলা, মামলা, গুম, খুন ও গ্রেফতারের মতো নির্মম কর্মকান্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী দাবি করেন, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সিলেটের বাসভবনে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর