সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দেশে মানবাধিকার নেই : নূর

নিজস্ব প্রতিবেদক

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘দেশে গণতন্ত্র-আইনের শাসন না থাকলে মানবাধিকারও থাকে না। দেশে মানবাধিকার  নেই, তাই মানবাধিকার দিবসে আমাদের রাস্তায় নামতে হয়েছে। ১৯৭১ সালে আমরা একটা স্বাধীন ভূখন্ড পেলেও স্বাধীনতার মূল উদ্দেশ্য, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মুক্তি অর্জন করতে পারিনি।’ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল বিজয়নগর পানির ট্যাংকির সামনে সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে র‌্যালি বের করে পল্টন মোড়, প্রেস ক্লাব, হাই কোর্ট মোড়ের কদম ফোয়ারা, দৈনিক বাংলা, ফকিরাপুল, বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়ক ও নাইটিঙ্গেল ঘুরে পানির ট্যাংকির মোড়ে এসে শেষ হয়।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘চলমান আন্দোলন শুধু বিএনপি, গণ অধিকার পরিষদের আন্দোলন নয়, এটা গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সবাইকে এ আন্দোলনে শরিক হতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন প্রতিহত করতে হবে। প্রয়োজনে প্রতিটি এলাকায় গণপ্রতিরোধ কমিটি গঠন করতে হবে।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর