শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঝিনাইদহে নবগঙ্গা নদীর ওপর বাঁধ অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহে প্রবহমান নবগঙ্গা নদীতে আড়াআড়ি দেওয়া মাটির বাঁধ অপসারণের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। একই সঙ্গে সীমানা জরিপ করে দখলকারীদের তালিকা দাখিল করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, সব বাঁধ অপসারণ, দখলকারীদের বিরুদ্ধে আইীন ব্যবস্থা, ভবিষ্যতে যাতে দখল করতে না পারে এবং সিএস/আরএস অনুসারে নদীর হামিরহাটি, চাঁদপুর, হাকিমপুর, জাড়গ্রাম অংশে জরিপ ও দখলকারীদের তালিকা করতে নির্দেশ দিয়েছেন। ৬০ দিনের মধ্যে তা দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

সর্বশেষ খবর