শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন করলেও ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না : কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক

সরকারের উদ্দেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করুন। নির্বাচন বন্ধ করে নতুনভাবে আলাপ-আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার দিন। দেরিতে হলেও আপনি জেগে ওঠেন। মানুষ আপনাকে চিরদিন স্মরণে রাখবে। এ নির্বাচন বন্ধ করেন। সবার সঙ্গে বসেন। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করেন এবং নতুনভাবে নির্বাচনের ব্যবস্থা করেন। কারণ আপনি নির্বাচন করলেও আপনার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।’ গতকাল রাজধানীর মগবাজার গুলফেশা ভবনে এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আজকে যে ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা বিরোধী দলের কেউ না।

তারা হলো আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর মধ্যে অন্যতম। এগুলো গোয়েন্দা সংস্থার সৃষ্ট রাজনৈতিক দল। এর মধ্যে আছে তৃণমূল বিএনপি ও বিএনএম। এগুলো হলো আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ক্রীতদাস। যাদের আপনি কিনে নিয়েছেন তারাই বর্তমানে নির্বাচনে আছে। তারা প্রত্যেকেই আপনার সমর্থক গোষ্ঠী। সুতরাং এটা কোনো অবস্থাতেই অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে মেনে নেওয়া যায় না। আর জনগণের এ নির্বাচনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।’

জনগণের উদ্দেশে এলডিপির প্রেসিডেন্ট বলেন, ‘প্রধানমন্ত্রী যদি আমাদের কথায় কান না দেন, আমাদের কথা না শোনেন এবং জনগণের মনের কথা যদি তাঁর কানে না যায়- তাহলে আমাদের করণীয় কী? কুকুরের মতো জীবনযাপন করলে হবে না। আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ থাকতে হবে। সেখান থেকে দেশকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। দেশকে বাঁচানোর পন্থা একটা, সেটা হলো এ নির্বাচন বর্জন করুন। এ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কারণ এটা কোনো অংশগ্রহণমূলক নির্বাচন না। এটা হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের নির্বাচন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর